পিবিএ,নড়াইল: নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে তানিয়া বেগমের (২৮) নামে এক গৃহবধূ ওপর এসিড নিক্ষেপের ঘটনা সাজানো দাবি করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এলাকাবাসীর আয়োজনে আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান সরদর আব্বাস আলী, সাবেক চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস, মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ আধিকারী প্রমূখ।
এসময় বক্তরা অভিযোগ করেন, তানিয়া বেগম প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের শরীরে এসিড জাতীয় কোন দাহ্য পদার্থ লাগিয়ে থানায় মামলা করেছে। যা পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। অবিলম্বে গ্রেফতারকৃতদের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানান বক্তরা।
উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে তানিয়া বেগম গত ১৭ আগস্ট রাতে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের জুয়েল ও অহিদুরের বিরুদ্ধে এসিড নিক্ষেপ করে বলে অভিযোগ করেন। এঘটনায় পুলিশ জুয়েল মোল্যা (৪০), অহিদুল ইসলাম(৬২) ও বিপ্লব মোল্যাকে (৩৫)কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে।
পিবিএ/শরিফুল ইসলাম/এসডি