প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির উদ্যোগে বিশ্ব মানবিক দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে পুলিশের সদস্যদের নিয়ে গত বুধবার সন্ধ্যায় ৬টায় ফুলবাড়ী থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংস্থার ফুলবাড়ী এপি ম্যানেজার স্বপন সিং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক দনৈকি আজকালরে খবর প্রতনিধিি প্লাবন শুভ, সংস্থার প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার রায় প্রমুখ। শেষে সংস্থাটির পক্ষ থেকে পুলিশ সদস্যদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
পিবিএ/এসডি