সরকারি কাজে বাঁধা দেওয়ায় পৌর কাউন্সিলর রোকেয়া গ্রেফতার

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর): বিচারাধীন কলেজের জমি অবৈধ দখল করে স্থাপনা নির্মাণসহ সরকারি কাজে বাঁধা প্রদানসহ সরকারি কর্মচারী ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পৌর মহিলা কাউন্সিলর রোকেয়া বেগমকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত রোকেয়া বেগম পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও পৌরএলাকার সুজাপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
গত বুধবার সকালে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের বিচারাধীন জমিতে অবৈধ স্থাপনা নির্মাণে বাঁধা দিলে ওপর হামলা চালান ওই কাউন্সিলরসহ তার দল। এতে আহত হন কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. এরশাদ হোসেন, কলেজে শিক্ষার্থী মাসুফ পারভেজ শুভ, মো. সাগর হোসেন ও সাব্বির।

পরে পৌর মহিলা কাউন্সিলর রোকেয়া বেগমসহ চারজনকে আসামী করে কলেজের ভিতর অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাঁধা প্রদান, সরকারি কর্মচারীর ওপর হামলা, মারপিট ও জখম আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজমুল হক।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, ফুলবাড়ী সরকারি কলেজের বিচারাধীন জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বাঁধা দিলে রোকেয়া বেগম ও তার দল তাদের ওপর হামলা চালান। এতে কলেজের শিক্ষকসহ তিন শিক্ষার্থী গুরুত্বর আহত হন। হামলা ঘটনায় বাদী হয়ে গত বুধবার থানায় চারজনকে আসামী করে মামলা দায়ের করেন কলেজের অধ্যক্ষ। যার মামলা নং-১১। মামলা পাওয়া মাত্র রোকেয়া বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁকি আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে।
উল্লেখ, হামলায় এক শিক্ষকসহ তিন শিক্ষার্থী গুরুত্বর আহত হওয়া গত বুধবার বিক্ষুব্ধ হয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

পিবিএ/এসডি

আরও পড়ুন...