পুলিশের সখ্য থাকবে জনগণের সঙ্গে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

পিবিএ,ঢাকা: সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সেবা প্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে জন্য সেবা প্রার্থীদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শ দানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে (বুধবার) বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ জনগণের সেবক। পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবা প্রদান করবে।

আবদুল হামিদ আরও বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গি নিয়ন্ত্রণে পুলিশ ইতোপূর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পাল করেছে। এ ধরনের ভূমিকা অব্যাহত রাখার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

মাদক ব্যবসায়ীদের সঙ্গে নয়, পুলিশের সখ্য থাকবে জনগণের সঙ্গে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পুলিশ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। বর্তমানে দেশ অনেকাংশেই জঙ্গির আগ্রাসন থেকে মুক্ত। এখন মাদকের বিরুদ্ধে লড়তে হবে। যারা মাদক ব্যবসায়ী তাদেরও আইনের আওতায় আনতে হবে।

পিবিএ/হক

আরও পড়ুন...