পিইএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে ধান ভাঙানোর মেশিনে (কল) জড়িয়ে পরে আশিদুল ইসলাম (৩৮) নামের এক ড্রাইভারের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার উমার ইউনিয়ের চকচন্ডি বিজিবি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চকচন্ডি নলপুকুর গ্রামের মৃত মমেজ উদ্দিনের ছেলে আশিদুল ইসলাম ওই এলাকার প্রফেসর শফিকুল ইসলামের ধান ভাঙানো মেইলে ড্রাইভার হিসেবে কাজ করতেন। তারই প্রেক্ষিতে ওইদিন সকালে ওই এলাকার লোকজন মেইলে চালের আটা তৈরী করতে আসেন। ড্রাইভার মেশিনের ফিতা লাগাতে গিয়ে ফার্শিপাড়া এলাকার মজনু রহমানকে সুইজ দিতে বলেন। ড্রাইভারের কথামত সে সুইজ অন করলে ড্রাইভার আশিদুল ইসলাম সাথে সাথে ওই মেশিনের ফিতায় আটকে পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিবিএ/রেজুয়ান আলম/এসডি