পিবিএ,নাটোর: মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় নাটোরের বাগাতিপাড়ায় তিন প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০আগষ্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলমের মোবাইল টিম বাগাতিপাড়ায় বিভিন্ন বাজারে তদারকি মুলক অভিযান করেন।
প্রতিষ্ঠানের সেবার মূল্যে তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন না করার অপরাধে উপজেলার জামনগর বাজারের বক্কার স্টোরের মালিককে তিন হাজার, সরকার এন্টারপ্রাইজ (চাউলের আড়ত) মালিক সাইফুল ইসলামকে এক হাজার এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে তমালতলা বাজারের লক্ষী ভান্ডারের মহানন্দ পালকে চার হাজার জরিমানা করেন সহকারী পরিচালক শামসুল আলম।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ এবং বাগাতিপাড়া মডেল থানার এসআই মোস্তফা সহ সঙ্গীয় ফোর্স।
পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এসডি