পিবিএ,দুমকি (পটুয়াখালী): অমাবশ্যার জোয়ার ৫দিনের টানা বৃষ্টিতে পটুয়াখালীর দুমকিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পায়রা নদীর বৃদ্ধি পাওয়া জোয়ারের পানিতে গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের লেবুখালী ফেরী পারাপার বিঘ্নিত হচ্ছে। দুর্ভোগের শিকার হচ্ছে পারাপারে আটকে পড়া যানবাহনের দূর-দুরান্তের যাত্রী সাধারণ ও প্রত্যন্ত এলাকার শত শত পানিবন্দি পরিবারের মানুষগুলো। পানিতে মাঠঘাট, ফসলি জমি, পুকুর ডোবা, গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে থাকায় স্বাভাবিক চলাচল বিঘ্নিত এবং টানা বৃষ্টিতে ঘরবন্দি মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
সরেজমিন পরিদর্শণে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় লেবুখালী ফেরীঘাট, পাংগাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ-চান্দখালী, বাঁশবুনিয়া, হাজিরহাট, আলগি, আংগারিয়া ইউনিয়নের বাহেরচর, জলিশা কদমতলা ও মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি, দক্ষিণ মুরাদিয়ার কলাগাছিয়া এবং লেবুখালী ইউনিয়নের লেবুখালী, আঠারগাছিয়া, কার্ত্তিকপাশাসহ বিস্তীর্ণ নিম্ন এলাকা পায়রা, পাতাবুনিয়া ও লোহালিয়া নদীর জোয়ারের পানিতে ও বিগত ৪/৫দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে। লেবুখালী ফেরীঘাটের পশ্চিমে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা ভেরিবাঁধের ২টি পয়েন্টে, মুরাদিয়ার কুতুবখালী খাল সংলগ্ন এলাকা ও এর আশ-পাশে ৪/৫টি পয়েন্টে ও পাংগাশিয়ার রাজগঞ্জের ২টি পয়েন্টে ভেরিবাঁধ ভেঙ্গে পায়রা ও লোহালিয়া নদীর জোয়ারের পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বেড়িবাঁধের বাইরের অবস্থা আরও ভয়াবহ।
৫-৬ ফুট উচ্চতার পানিতে ওইসব এলাকার শত শত পরিবার পানিবন্দি হয়ে রয়েছে। অপর দিকে গত ৫দিনের টানা বৃষ্টির পানিতে মাঠ-ঘাট ফসলি জমি তলিয়ে থাকায় বিস্তীর্ণ এলাকার কয়েকশ’ হেক্টর জমির ফসলি জমির চাষাবাদ বন্ধ এবং রোপা আমন রোপণ বন্ধ হয়ে আছে। এ ছাড়া পায়রা নদীর বৃদ্ধিপাওয়া জোয়ারের পানিতে তলিয়ে গেছে লেবুখালী ফেরী ঘাটের উভয় ঘাট। জোয়ারের সময় ঘাটের পন্টুনসহ আশপাশ ডুবে গেছে। ৫-৬ ফুট পানি থাকায় কোন যানবাহন ফেরিতে উঠতে পারছে না। ফলে জোয়ারের সময় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হয়েছে। দূর পাল¬ার পরিবহন কোন মতে সাতরে পারাপার হলেও ছোট খাটো যানবাহন ফেরীতে ওঠতে না পারায় ৩/৪ঘন্টা আটকে থাকতে হচ্ছে। এতে অবর্ননীয় ভোগান্তির শিকার হয়েছে ওইসব আভ্যন্তরীণ রুটের যানবাহন গুলোর যাত্রী সাধারণ। এদিকে দিনভর টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে জনজীবনে বিপর্যস্থ হয়ে পড়েছে।
পিবিএ/সোহাগ হোসেন/এসডি