মানিকছড়িতে কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠিত

পিবিএ,মানিকছড়ি: দীর্ঘ দিন পর মানিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা ও কলেজ শাখার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। খাগড়াছড়ি জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি মো. শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদগত ১৯ আগস্ট স্বাক্ষরিত পত্রে মানিকছড়ি উপজেলা ও মানিকছড়ি গিরি মৈত্রী সরকারী ডিগ্রী কলেজ শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে। এতে দেখা গেছে, ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটিতে আহবায়ক করা হয়েছে মো. শাহিনুনর রহমানকে এবং সদস্য সচিব করা হয়েছে মো. জহির রায়হান নিবরকে। কমিটিতে ৫জন যুগ্ন আহবায়ক ও ১০জনকে সদস্য রাখা হয়েছে।

অন্যদিকে উপজেলা একমাত্র মানিকছড়ি গিরি মৈত্রী সরকারী ডিগ্রী কলেজ শাখায় ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে মো. রাকিব হোসেনকে আহবায়ক ও মো. বেলাল হোসেনকে সদস্য সচিব ঘোষণা করে অনুমোদন দেয়া হয়েছে। এতে ৫ জন যুগ্ন আহবায়ক ও ১৪ জনকে সদস্য রাখা হয়েছে। উল্লেখিত আহবায়ক কমিটি আগামী দু’মাসের মধ্যে সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন পূর্বক জেলায় প্রেরণ করার নির্দেশনা রয়েছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...