ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যা বুল বলেছেন, বিগত দিনে দলের যে সকল নেতাকর্মী মামলা-হামলা, জেল-জুলুম ও নির্যাতন শিকার হয়েছেন তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। দলের জন্য ত্যাগ শিকার করা নেতাকর্মীদের দলের সু-সময়ে বঞ্চিত করা হবেনা। তিনি গতকাল সন্ধায় স্বেচ্ছাসেবকদল আয়োজিত ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও শফিউল বারী বাবু’র আত্মার মাগফেরাত কামনায় বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর স্বেচ্ছাসেবকদল আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন। উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির সিনিয়ন যুগ্ম-আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা যুবদলের সিনিয়ন যুগ্ম-আহ্বায়ক রুস্তুম আলী, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাসেল সুমনসহ অনেকে।
পিবিএ/এসডি