মোঃ নূর আলম,মোংলা: মোংলায় উপজেলা ও পৌর আওয়ামী এবং সহযোগী সংগঠনের আয়োজনে ২১ আগস্ট শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগ এর সভাপতি শেখ আঃ রহমান । আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ দপ্তর সম্পাদক ইমরান শেখ, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উত্তম সরকার, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান তালুকদার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ হোসেন রনি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহারুখ বাপ্পী পৌর ছাত্রলীগের সহসভাপতি পারভেজ খান প্রমূখ। আলোচনা সভা শেষে ২১ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আকরাম হোসেন।
পিবিএ/এসডি