পিবিএ,নাটোর: নাটোরের বড়াইগ্রাম থেকে জাবেদ আলী নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ হালিদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বড়াইগ্রাম থানার এসআই জাহিদ আলী জানান, আজ শুক্রবার সকালে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করে।
তবে ঘটনাস্থান হাইওয়ে পুলিশের আওতায় হওয়ায় জেলা পুলিশ লাশ উদ্ধার করেনি।
পরে বনপাড়া হাইওয়ে থানার এসআই মোখলেছুর রহমান ঘটনাস্থালে গিয়ে জাবেদের লাশ উদ্ধার করে। নিহত পুলিশ সদস্য জাবেদ আলী ঢাকা থেকে নিজ বাড়ি মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর এলাকায় ফিরছিলেন।
মলম পার্টির খপ্পরে পড়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা পুলিশের।তার কান দিয়ে রক্তপাত হচ্ছিল বলে জানায় পুলিশ।#
পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এসডি