পিবিএ,চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি উত্তর পাড়া পাটোয়ারী বাড়ি নিবাসী সাবেক শিক্ষক ও ব্যবসায়ী আলহাজ্ব নজির আহমেদ পাটোয়ারী(৬৮) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বেলা এগারটায় পৌর এলাকার গোমারবাড়িস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বাদ আসর গোমারবাড়িতে প্রথম ও বাদ মাগরিব করপাটি গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পিবিএ/মোঃ এমদাদ উল্যাহ/এসডি