পিবিএ,মাগুরা: মাগুরায় আজ শুক্রবার নতুন করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৪০ জন। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা নিয়ে জেলার শালিখা উপজেলার গোপালপুর গ্রামের সৈয়দ আলী (৬৫) নামে এক কৃষক মারা গেছেন। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, শুক্রবার নতুন করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মাগুরায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৭২৩ জন। তাদের মধ্যে মাগুরা পৌরসভা এলাকা ৯ জন, সদরে ২ জন, শালিখা উপজেলায় ২ জন বাসিন্দা রয়েছে। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছে ৫৪০ জন। আক্রান্তদের মধ্যে ১৪৯ জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা নিয়ে জেলার শালিখা উপজেলার গোপালপুর গ্রামের সৈয়দ আলী (৬৫) নামে এক কৃষক মারা গেছেন। তিনি গত ১৯ আগস্ট শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ নিয়ে ১৪ জন মারা গেছে।
পিবিএ/মোখলেছুর রহমান/এসডি