আমাদের মিডিয়ার পরিচিত মুখ নাজিফা তুষি। বর্তমান সময়ে সে আলোচিত রেদোয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ ছবি নিয়ে। এর পাশাপাশি তিনি ব্যস্ত বিজ্ঞাপনচিত্র, স্টেজ শো এবং ফটোশ্যুট নিয়ে। কাজের নানা প্রসঙ্গ নিয়ে বার্তাসংস্থা পিবিএ-এর পক্ষ থেকে তার সঙ্গে কথা বলেছেন জিয়াউল জিয়া–
প্রশ্ন : আপনার বর্তমান ব্যস্ততা কি নিয়ে?
নাজিফা তুষি : আমি এ মুহূর্তে নাটক কিংবা ওয়েব সিরিজে কাজ করছি না। আমার ধ্যান-জ্ঞান এখন শুধুই ফিল্মকে ঘিরে। আমি এখন এই মাধ্যমেই কাজ করতে আগ্রহী। কারণ, অনেকটা সময় নিয়ে নিজেকে তৈরী করেছি এই প্লাটফর্মে ভাল কিছু করবো বলে। ফিল্মের পাশাপাশি বিজ্ঞাপনের কাজও করছি। প্যারাসুটসহ বেশ কয়েকটা বিজ্ঞাপনে কাজ করলাম এর মধ্যে। পাশাপাশি পড়াশোনার চাপ তো আছেই। এসব নিয়েই আপাতত ব্যস্ত বলতে পারেন।
প্রশ্ন : ওয়েব সিরিজও তো ফিল্ম। ছোট লেন্থের ফিল্ম। সেটা করার আগ্রহ আছে কি ?
নাজিফা তুষি : অবশ্যই করবো। কিন্তু তার আগে দেখতে হবে ওই ছবির গল্পটা কেমন এবং সেটার ডিরেক্টর কে। দু’টোই যদি ভাল হয় তবে করতে আপত্তি নেই। মোট কথা একটু বেছে বেছে কাজ করতে চাই। কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দিয়ে আমি একটু বেশিই ফোকাস বলতে পারেন।
প্রশ্ন : ফিল্মে কাজ করার প্রস্তুতি হিসেবে আপনি নাচও শিখেছেন। সেক্ষেত্রে আইটেম গানে দেখা যাবে আপনাকে ?
নাজিফা তুষি : অফার পেলে মাস্ট করবো। এটাও ফিল্মের কাজের একটা বড় যায়গা। অনেক ক্ষেত্রে এমনও হয় যে, দর্শকরা শুধুমাত্র এই আইটেম গান দেখার জন্যও কোন কোন ফিল্ম দেখে। যদিও আমার মূল লক্ষ্য অভিনয় তবুও আইটেম গানে বেশ আগ্রহ নিয়েই হাজির থাকবো।
প্রশ্ন : এক্ষেত্রে আপনাকে কতোটা সাহসী দেখা যাবে?
নাজিফা তুষি : শতভাগ সাহসী দেখা যাবে। কাজ করতে নেমে ‘এটা পারবো না’, ‘ওটা করবো না’-এসব বলাটা আমার কাছে ন্যাকামি মনে হয়। পর্দায় রাজত্ব করাই বড় ব্যাপার। তাই যতোটা সাহসী হতে হবে ততোটাই হবো। এটাই পেশাদারিত্ব।
প্রশ্ন : আমাদের দেশের কোরিওগ্রাফির মান কেমন?
নাজিফা তুষি : আমি বাংলাদেশের বিগেস্ট ড্যান্স গ্রুপে ড্যান্স শিখেছি এবং স্টেজেও করছি। বিভিন্ন সময় ইন্ডিয়ার অনেক কোরিওগ্রাফারের কাজ দেখেছি। আমার কাছে মনে হয়েছে মানের ক্ষেত্রে আমরা খুব একটা পিছিয়ে নেই। ড্যান্সের ক্ষেত্রে আমারা অনেক এগিয়েছি। তাই কোরিওগ্রাফির যে মান তাতে আমি সন্তুষ্ট।
প্রশ্ন : আপনি ফিল্ম মেকিংয়ে পড়াশোনা করছেন। কখনো পরিচালনায় আসবেন কি?
নাজিফা তুষি : অবশ্যই আসবো। সেজন্যই এ বিষয়ে পড়ছি। আর আমার স্বপ্ন ড্যান্স বিষয়ক বা ড্যান্সকে ঘিরেই কোন ছবি নির্মাণের। ভারতের যেমন ‘এবিসিডি’ একটা ফিল্ম আছে। আমি সেরকম কিছু একটা নির্মাণ করতে চাই।
প্রশ্ন : রাজনীতিতে আসার ইচ্ছে আছে?
নাজিফা তুষি : নাহ, নেই। ব্যক্তিগতভাবে সাধ্য অনুযায়ী মানুষের জন্য করার ইচ্ছে আছে, রাজনৈতিক প্লাটফর্মে দাঁড়িয়ে নয়।