পিবিএ,মানিকছড়ি: ২১ আগস্ট মানিকছড়ির প্রতিভাবান সাংবাদিক ও তরুণ ছাত্র নেতা মো. কামাল হোসেন এর ১৬তম মৃত্যুবার্ষিকী। নিরবে-নিভৃর্তে কেটে গেল ষোলটি বছর। পরিবার-পরিজনে এখনো শোকের মাতন।
জানা গেছে, উপজেলা ছাত্রদলের তৎকালীণ নির্বাচিত সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আজকের কাগজ এর মানিকছড়ি প্রতিনিধি মো. কামাল হোসেন ২০০৪ সালের ২১ আগস্ট ভোর রাতে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে খুন হয়। স্ত্রী, একমাত্র পুত্র সন্তান,মা,ভাই-বোন নিয়ে থাকা উপজেলা তিনটহরীর নির্জণ গ্রাম থেকে ২১ আগস্ট ভোর রাত সাড়ে ৩টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘর থেকে তুলে নিয়ে বাড়ীর অদূরে নির্মমভাবে জবাই করে হত্যা করে। প্রতিভাবান সাংবাদিক হত্যা নিয়ে দেশ-বিদেশে নিন্দার ঝড় ভয়ে যায়। পরে ছোট ভাই মো. জহির হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে বেশ কয়েকজন অপরাধী ধরা পড়লেও সাক্ষ্য প্রমাণের অভাবে উচ্চ আদালত থেকে ওরা বেড়িয়ে যায়। এদিকে নিহতের একমাত্র পুত্র সন্তানকে নিয়ে স্ত্রী নিহতের ছোট ভাই মো. জহির হোসেন ঘরে সংসার বাঁধে। আর তৎকালীণ বিএনপি নেতা সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়া নিহতের স্ত্রীকে একটি সরকারী চাকুরী দেন।
কিন্তু স্বামী হারানো বেদনায় স্ত্রী এবং পুত্র হারানোর বেদনায় মা নিরবে-নিভৃর্তে ষোলটি বছর অতিবাহিত করছে নানা লাঞ্চনা-বঞ্চনার শিকারে। নিহতের মৃত্যুবার্ষিকীতে আত্মীয়-স্বজনরা নিজ নিজ উদ্যোগে ঘরোয়া পরিবেশে মিলাদ ও দোয়া পড়িয়েছে। নিহতের সহকর্মী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, তরুণ ছাত্র নেতা ও প্রতিভাবান সাংবাদিক কামাল হোসেন তার লেখনিতে কখনও অন্যায়কে প্রশ্রয় দিতে না। সাহস ও নিষ্ঠাবান হওয়ায় কতিপয় দুর্বৃত্ত তাকে আর এগুতে দেয়নি। যার ফলে নির্মমতার শিকারে অকালে প্রাণ দিতে হয়েছে একজন প্রতিভাবান সাংবাদিক ও ছাত্রনেতাকে। আজ আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।
পিবিএ/এসডি