পিবিএ ডেস্ক: সুশান্তের মৃত্যুর ২ মাস পার হয়ে গিয়েছে। তবে তাকে ভোলেনি তার পরিবার ও অনুরাগীরা। এখনও সুশান্তের ব্যবহৃত বাইকের সামনে তাকে খুঁজে বেড়ায় অভিনেতার প্রিয় কুকুর ফাজ। সম্প্রতি, সুশান্তের পরিবারের তরফে এমনই একটি ভিডিও শেয়ার করা হয়েছে।
সুশান্তের মৃত্যুর পর তার পরিবারের তরফে ‘ইউনাইটেড ফর জাস্টিস’ বলে একটি নতুন টুইটার অ্যাকাউন্ট খোলা হয়। যেখানে সুশান্ত সংক্রান্ত এবং তদন্ত সংক্রান্ত বিভিন্ন কিছু শেয়ার করা হচ্ছে। সেখানেই সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ফাজ সুশান্তের বাইকের চারপাশে ঘুরে বেড়াচ্ছে।
সুশান্তের ওই বাইকটি তার পাটনার বাড়িতে রাখা রয়েছে। আর সেখানেই রয়েছে ফাজ। সুশান্তের কুকুর আপাতত তার পরিবারের দেখাশোনাতে রয়েছে। মৃত্যুর দু মাস পরেও এখনও ফাজ তার প্রভুর অপেক্ষাতেই রয়েছে।
প্রসঙ্গত ফাজের সঙ্গেই জড়িয়ে রয়েছে সুশান্তের বহু স্মৃতি। কাজের বাইরে ফাঁকা সময়ে সুশান্তকে ফাজের সঙ্গে সময় কাটাতে, খেলতে দেখা যেত।
পিবিএ/এমএসএম
#Fudge looking for @itsSSR near his bike. The two used to share a ride quite often. #unitedforjustice pic.twitter.com/jMn2VEwsEt
— United for #SushantSinghRajput (@sushantf3) August 22, 2020