খাগড়াছড়ি পৌর সদরের চার লেন সড়কের কাজ শুরু

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার পৌরবাসীর দীর্ঘদিনের প্রানের দাবি চার লেন সড়কের নির্মান কাজ শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের এডিবি-ওএফআইডি’র অর্থায়নে খাগড়াছড়ি পৌরসভার তত্বাবধানে প্রায় ১৮কোটি ৯৭লক্ষ ৫৭হাজার ৬৮৩টাকা ১৪পয়সা ব্যয়ে খাগড়াছড়ি গেইট হতে চেঙ্গী স্কোয়ার, মোহাম্মদপুর কবরস্থান হতে চেঙ্গী স্কোয়ার ও ইসলামিয়া মাদ্রাসা গেইট হতে চেঙ্গী স্কোয়ার পর্যন্ত চার লেন সড়কের নির্মান কাজ হচ্ছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার বিশ্বাস।
এই প্রসঙ্গে পৌর মেয়র আলহাজ্ব মো: রফিকুল আলম বলেন, খাগড়াছড়ি পৌরসভার দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপুর্ন পর্যটন নগরী খাগড়াছড়ি জেলা শহরকে ঢেলে সাজানো ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে ও শহরের যানযট সমস্যা নিরসনের জন্য চার লেন সড়ক নির্মান কাজ শুরু করা হয়েছে। আমরা আশা করছি ২০২১সালের ৩০শে জুনের মধ্যে চার লেন সড়ক নির্মান কাজ শেষ হবে।

এছাড়া তিনি বলেন, বর্তমানে খাগড়াছড়ি পৌরসভার তত্ত্বাবধানে আধুনিক নগর পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৭কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর এলাকার বিভিন্ন ৯টি ওয়ার্ডে রাস্তাঘাট-ড্রেন নির্মান এবং ওর্য়াল্ড ব্যাংকের অর্থায়নে ৮কোটি ৪৭লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় বিএমডিএফ পৌর সুপার মার্কেটের কাজ চলমান রয়েছে।
এছাড়া আগামী অক্টোবরের মধ্যে কুয়েত ফান্ডের আওতায় প্রাথমিক পর্যায়ে ৪০কোটি টাকাসহ মোট ৭৫কোটি টাকার বরাদ্দ খাগড়াছড়ি পৌরসভা পাবে, যা দিয়ে আগামী তিন বছর পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সম্পন্ন হবে।

এদিকে পৌরসভার ২০২০-২০২১অর্থ বছরের ৮১কোটি ৭১লক্ষ ৩৯হাজার ২শত ৫২টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গত রোববার(১৬ই আগস্ট) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো: রফিকুল আলম। খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলাম সভাপতিত্বে এ বাজেট ঘোষনা করা হয়। অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: জাফর আহম্মেদ(প্যানেল মেয়র-১), ৩নং সংরক্ষিত আসনে কাউন্সিলর সুইনাংচিং মারমা, ১নং ওয়ার্ড কাউন্সিলর অতীশ চাকমা, ২নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাসুদ রানা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মংরে মারমা, বিভাগীয় প্রশাসনে প্রধান পারভীন আক্তার খোন্দকার(সচিব), নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার বিশ্বাস, খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের পরিচালক সুদর্শন দত্ত, খাগড়াছড়ি বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি লিয়াকত আলম।
২০২০-২০২১চলতি অর্থবছরে খাগড়াছড়ি পৌরসভার বাজেটে রাজস্ব, উন্নয়ন ও মূলধন খাতে সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ৮১কোটি ৭১লক্ষ ৩৯হাজার ২শত ৫২টাকা এবং সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৬কোটি ৪৫লক্ষ ১০হাজার টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৫কোটি ২৬লক্ষ ২৯হাজার ২শত ৫২টাকা। বাজেটে করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি স্বাস্থ্য ও উন্নয়ন খাতে ব্যয় বাড়ানো হয়েছে। এতে এক নজরে খাগড়াছড়ি পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের সর্বমোট রাজস্ব+উন্নয়ন+মূলধন খাতে সর্বমোট আয় ধরা হয়েছে-৮১কোটি ৭১লক্ষ ৩১হাজার ২শত ৫২টাকা মাত্র। ব্যয় ধরা হয়েছে-৭৬কোটি ৪৫লক্ষ ১০হাজার টাকা মাত্র। সমাপনী স্থিতি রাখা হয়েছে-৫কোটি ২৬লক্ষ ২৯হাজার ২শত ৫২টাকা মাত্র।

এ বাজেটকে নির্বাচনী বছরের সম্ভাব্য বাজেট দাবি করে পৌর মেয়র মো: রফিকুল আলম বলেন, পৌর এলাকার উন্নয়ন ও পরিচালনায় ১৭টি সমস্যা চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা উত্তরণে কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া চলতি অর্থবছরেও বিগত সময়ের মতো পর্যটক বান্ধব, যানজট মুক্ত ও আধুনিকায়ন পৌরসভা গড়ার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানান মেয়র মো: রফিকুল আলম।
মেয়র মো: রফিকুল আলম বলেন, মুজিববর্ষে কুমিল্লাটিলা ৩৩টি পরিবারে মাঝে আবাসন ব্যবস্থা জীবনমান পরিবর্তন আনতে পেরেছি। ইতি মধ্যে ৬নং ওয়ার্ডে শালবন বস্তিবাসী এলাকায় ৬০টি পরিবারের মধ্যে ১২কোটি ৭৬লক্ষ টাকা ব্যয়ে ইউজিপ প্রকল্প হাতে নিয়েছি। বেগম মুজিব ফজিল্লাতুন নেচ্ছা আবাসন প্রকল্প নামকরনও করা ঘোষনা করা হয়।

পিবিএ/চাইথোয়াই/এসডি

আরও পড়ুন...