জেনে নিন কোন রাশির মানুষ কতটা রাগী

পিবিএ,ডেস্ক: রাগও একটি অনুভূতি। আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি রাগ করি। এবার জেনে নিন কোন রাশির মানুষ কতটা রাগী।

মেষ রাশি: রেগে গেলে মেষের জাতক-জাতিকা যেন বলে, ‘তোকে মেরে ফেলব বা খুন করে ফেলব’।

বৃষ রাশি: রেগে গেলে বৃষ রাশির মানুষেরা জিনিস পত্র ছুড়ে ফেলতে থাকে।মিথুন রাশি: ক্রোধে আত্মহারা হয়ে মিথুন রাশির জাতক-জাতিকা চিৎকার করতে থাকে।

কর্কট রাশি: রেগে গেলে এরা গলার স্বর নামিয়ে কাঁদতে থাকে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকারা রেগে গেলে অতিরিক্ত কথা বলতে থাকে।

কন্যা রাশির: রেগে গেলে কন্যার জাতক-জাতিকারা চিৎকার না করে অন্য পথ অবলম্বন করে। বেশির ভাগ ক্ষেত্রে কোনও কথা না বলে মুখ গম্ভীর করে থাকে।

তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকারা সহজে রাগে না। তবে ক্ষেত্র বিশেষে তুলার জাতক এবং জাতিকার মধ্যে জাতিকারা রেগে গেলে হঠাৎ করে ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে বাড়ির লোকের দৃষ্টি আকর্ষণ করে থাকে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির রাগ সহজে যেতে চায় না। রেগে গেলে বৃশ্চিক রাশির মানুষ খুন পর্যন্ত করতে পারে।

ধনু রাশি: রেগে গেলে ধনু রাশির জাতক-জাতিকারা ঝড়ের বেগে সেই স্থান থেকে চলে যায়।

মকর রাশি: মকর এমনিতে শান্ত স্বভাবের। কিন্তু রেগে গেলে যার সঙ্গে রাগারাগি, তাকে মেরেও ফেলতে পারে।

কুম্ভ রাশি: রেগে গেলে কুম্ভের জাতক-জাতিকারা অদ্ভুত আচরণ করে। কখনও কোনো কিছু হাতে নিয়ে চিৎকার করে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। কখনও নাগাড়ে চিৎকার করে চলে।

মীন রাশি: রেগে গেলে মীনের জাতক-জাতিকারা দুম করে বিছানায় শুয়ে পড়ে; বিশেষ করে মীনের জাতিকারা প্রায়ই এটা করে থাকে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...