সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলে আটক

ওবায়দুল কবির সম্রাট,কয়রা(খুলনা): সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ হড্ডা টহল ফড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া
ধরার অপরাধে ২ জন জেলেকে নৌকা সহ আটক করেছে। জানা গেছে গত শনিবার বিকাল ৩ টার দিকে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ এর
নির্দেশে জয়মনির ঘোল এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে নৌকা কাঁকড়া সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার

মহেশ্বরীপুর গ্রামের দুরুদ গাজী (৫৫) ও আল আমিন গাজী (৩৫)। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত ১৮ আগষ্ট হড্ডা টহল ফাঁড়ির ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে জব্বারের খাল থেকে হরিণ ধরার ফাঁদ উদ্ধার
করা হয়। অভিযানকালে স্টাফ মনির হোসেন, জোবায়ের হোসেন,নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পিবিএ/এসডি

আরও পড়ুন...