পিবিএ,বান্দরবান: পার্বত্যজেলা বান্দরবানের আলীকদম উপজেলার রেপার পাড়া বাজারে সরকারীভাবে নিষিদ্ধ করা ক্ষতিকর পিরানহা মাছ বিক্রি করায় ভ্রাম্যমান আদালত এক মাছ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে।
আজ রবিবার দুপুর ১টায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় মৎস কর্মকর্তা জয় বণিক কতৃক মোবাইল কোর্ট নির্দেশিকা প্রসিকিউশন দাখিল এর মাধ্যমে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সায়েদ ইকবাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঐ মাছ ব্যবসায়ীকে ১ হাজার টাকা অর্থদন্ড দেন।
অর্থদন্ডপ্রাপ্ত মাছ ব্যবসায়ী নুরুল কাদের(৩৫)চকরিয়া উপজেলার মোহাম্মদ সেকেন্দারের ছেলে। আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক জানান, মৎস রক্ষা সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এর ১৬ ধারার বিধান লংঘনের অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসায়ীকে এ অর্থদণ্ড করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সায়েদ ইকবাল স্থানীয় ও বহিরাগত মাছ ব্যবসায়ীদের নিষিদ্ধ মাছ, জাটকা ও জেলীযুক্ত মাছ বিক্রি না করার জন্য সতর্ক করেন।
পিবিএ/রিমন পালিত/এসডি