নববধু গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন

আত্মহত্যা

কামরুজ্জামান লিটন,ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জান্নাতুল ফেরদৌসী স্বর্না (১৮) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যর ঘটনা ঘটেছে। ররিবার দিবাগত (২৩ আগস্ট) মধ্যরাতে অত্র উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের ফুলবাড়ি রেলগেট পাড়ায় এ ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূ অত্র ওয়ার্ডের সুমন ইসলামের স্ত্রী। ঘটনার সূত্রে জানা যায়, ১ বছর আগে কোটচাঁদপুর পৌর সভার ২ নং ওয়ার্ডের মৃতঃ আবুবক্কর সিদ্দিকের ছেলে সুমন ইসলামের সাথে উক্ত বলুহর ইউনিয়নের পারলাট গ্রামের ইউসুফ আলীর মৃতঃ স্বর্নার সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের সৃষ্টি হতে থাকে। তারই সূত্র ধরে ২৩ (আগস্ট) আনুমানিক রাত ৩টার দিকে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তার ডেকে নিয়ে আসলে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।

তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল মান্নান জানান, প্রাথমিক তদন্তে নিহত গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন।

পিবিএ/এসডি

আরও পড়ুন...