একটি সিএনজিতে ৫ জন লোকসহ গরু তোলার জায়গা কোথায়?

পিবিএ,কক্সবাজার: একটি সিএনজিতে ৫ জন লোকসহ গরু তোলার জায়গা কোথায়— উঠেছে প্রশ্ন, সিএনজিচালিত ট্যাক্সিতে করে মা ও মেয়েসহ পাঁচজন মিলে গরু চুরি করার চেষ্টা করেছে— এমন অভিযোগে চকরিয়া থানায় মামলা হলেও প্রশ্ন উঠেছে— সিএনজি চালিত একটি ট্যাক্সিতে চালকসহ পাঁচজন মানুষের সাথে একটি আস্ত গরু কিভাবে তোলা সম্ভব এবং এটা আদৌ বাস্তবসম্মত কিনা— তা নিয়ে প্রশ্ন উঠেছে। চকরিয়া থানা পুলিশ ঘটনার দায় এড়াতে মা-মেয়েসহ অন্যদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে— এমন অভিযোগও উঠেছে। চকরিয়া থানার বিতর্কিত ওসি হাবিবুর রহমানের বিরুদ্ধে এর আগে ক্রসফায়ারে প্রবাসীসহ তিনজনকে ‘হত্যা’র অভিযোগে মামলা হয়েছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...