রংপুরে জাতীয় ছাত্র সমাজের আনন্দ র‌্যালী

মেজবাহুল হিমেল, রংপুর: জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার পূর্বের সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৯১ সদস্য বিশিষ্ট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদিত দেয়ায়। রংপুর জেলা ছাত্র সমাজের উদ্যোগে নগরীতে আনন্দ র‌্যালী হয়েছে। রোববার রাতে সেন্ট্রাল রোড়স্থ জাতীয় পার্টি কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে সিটি কর্পোরেশনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

পরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকে ফুলেল শুভেচ্ছা জানান নতুন আহবায়ক ও সদস্য সচিব।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর নির্দেশনা মতে জাতীয় ছাত্র সমাজ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইব্রাহীম খাঁন জুয়েল ও সাধারণ সম্পাদক আল মামুন রোববার (২৩ আগস্ট) গঠনতন্ত্রের সাংগঠনিক ক্ষমতায় জাতীয় ছাত্র সমাজ, রংপুর জেলা শাখার পূর্বের সম্মেলন প্রস্তুতি কমিটি মেয়াদ উত্তীর্ন হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করে আগামী ৯০ দিনের মধ্যে জেলা সম্মেলন করার শর্তে আরিফুল ইসলামকে আহ্বায়ক ও সালিউর রহমান সৈকতকে সদস্য সচিব করে একানব্বই (৯১) সদস্য বিশিষ্ট জেলা জাতীয় ছাত্র সমাজ সম্মেলন প্রস্তুতিতি কমিটি অনুমোদন করেছেন। এ আদেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।

যুগ্ম-আহবায়ক হলেন, সোবহান মুজিব বিদ্যুৎ, আশিকুজ্জামান আসলাম, আল আমিন সুমন, শাহিনুর রহমান শাহিন, নেয়ামুল সারওয়ার আসিফ, নুরুল হুদা নাহিদ, মুহিন সরকার, টগর কুমার ঘোষ, সামিউল রহমান শুভ, রাকিব রিংকু, কাওছার আহমে, নুরনবী ইসলাম রানা, ইসমাইল হোসেন, আসাদুজ্জামান টিটু।

সদস্য হলেন, আবু সুফিয়ান রিগান, আলাউদ্দিন নাঈম, সামিউল রহমান শুভ, শাহ আমানত সাগর, লতিফুল খাবির, মেরাজুর ইসলাম, গোলাম মোস্তফা,এ.কে এম আব্দুল মুহিদ, মিজানুর রহমান, খোকন মিয়া, মশিউর রহমান, ফিরোজ আহমেদ, আমির হোসেন, মোহাইমিনুল ইসলাম নিশান, অনিম চৌধুরী, কৌশিক আহমেদ, মজুরুল ইসলাম, শামিউল শামিম, আবদুর রহিম, বাছেদ আলী, ইমরান হোসেন দীপ্ত, সাবদারুল ইসলাম, আকাশ মিয়া, আরমান হোসেন রোমান, রিফাত হোসেন, আল-অমিন বিশ্বাস, আতাউল ইসলাম সুজন, শাহীনুর রহমান শাহীন, সেলিম রেজা, সাজ্জাদুল রহমান সাজ্জাদ, আবুহেনা মোস্তাফা কামাল, অশরাফুল ইসলাম, তৌহিদ হাসান, রেজওয়ান হোসেন, সাইফ রহমান, নাঈম সারোয়ার, তারা মিয়া, বাবু মিয়া, মাহানুর মন্ডল, সামস-ই-তাবারিজ, আংগুর মিয়া, নিয়াজ আল বাপ্পী, সিরাজুল ইসলাম ইরান, মুরাদ মিয়া, আকাশ মিয়া, শাওন মিয়া, সাজ্জাদ মিয়া, সাব্বির হোসেন, তামিম হোসেন, মেহেদী হাসান, মিরাজ মিয়া, তানবির আহমেদ বসু মিয়া,শুব্রত দাস, শাহীনুর ইসলাম, আবু সালেক শুভ, কুতুব রাব্বানী, রাকিবুল ইসলাম রাইম, নন্দিতা মুখাজী, নাজিরা আক্তার, প্রীতম কুমার দে, হাবিবুল্লাহ হাবিব রিয়ন, সাখাওয়াত হোসেন, রহমত উল্লাহ, নাহিদ হাসনাত নাজমুল মানিক, আজহারুল ইসলাম, আল ইমরান, রওশন জামিল, রায়হান ইসলাম, সুজন মিয়া, গোলাম রাব্বানী, রোকনুজ্জামান রোকন, তারিকুজ্জামান তারেক, আওরাদ বিন রাতুল,

পিবিএ/এসডি

আরও পড়ুন...