পিবিএ,নড়াইল: নড়াইলে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে ক্ষতিগ্রস্থদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিট কার্যালয় চত্বরে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা ।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সাধারন সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান হিলু,রওশন আরা কবির লিলি,নড়াইল ইউনিটের কার্যকরি কমিটির সদস্য রেজাউল বিশ্বাস,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও রেড ক্রিসেন্ট সদস্য মলয় কুমার কুন্ডু, জাতীয় মহিলা সংস্থার .নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, রেড ত্রিসেন্ট সদস্য আসলাম খান লুলুসহ কর্মকর্তা ও সদস্যগণ এবং কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।
৪০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
পিবিএ/শরিফুল ইসলাম/এসডি