কালীগঞ্জে চুরি ডাকাতি বেড়ে আইন শৃঙ্খলার অবনতি

পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুরে বিকাশ এজেন্ট ব্যবসায়ী মেহেদী হাসান বাপ্পির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ৩ লক্ষ ২০ হাজার নগদ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। এছাড়াও বাড়িতে থাকা মেহেদী হাসান বাপ্পির বাবা ও মাকে মারধর করা হয়েছে। রোববার দিবাগত রাত তিনটার দিকে শহরের রেল রোডের বাড়িতে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান বাপ্পি ও তার স্ত্রী ঘটনার রাতে বাড়িতে ছিলেন না।

মেহেদী হাসান বাপ্পির বাবা শহিদুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩ টার দিকে ৭/৮ জনের একটি ডাকাত দল তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে আমাদের দুইজনকে মারধর শুরু করে। এরপর মুখ ও হাত-পা বেঁধে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে। তিনটি ঘর তছনছ করে ফেলে। এসময় তারা ঘরে থাকা প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণ নিয়ে যায়।

এর আগে ৯ জুন রাতে কালীগঞ্জ শহরের মেইনবাস স্টান্ডের শিপন কম্পিউটার রামের ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এসময় চোরেরা তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রায় দুই লাখ নগদ টাকা ও ১৮ টি মোবাইল ফোন নিয়ে যায়।

এছাড়া ১৪ জুলাই ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের নিশ্চিন্তপুরে এআর ট্রেডার্সে ইউনিলিভার ডিপোতে চুরির ঘটনা ঘটেছে। চোরো দ্বিতীয় তলার জানালার গ্রীল কেটে অফিস রুমে প্রবেশ করে ৭টি ট্যাব ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।

সম্প্রতি কালীগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামে চুরি ঠেকাতে বিদ্যুতায়িত করে রাখা তারে জড়িয়ে লাল মিয়া (২০) এক যুবক মারা যায়। সম্প্রতি সময়ে কালীগঞ্জ এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। করোনকালে চুরি, ডাকাতি ও ধর্ষনের ঘটনা বেড়ে যাওয়াকে থানা পুলিশের দ্বায়িত্বে অবহেলা রয়েছে বলে ভুক্তভোগির বলছেন। এ নিয়ে গত ১০ আগস্ট সর্বশেষ কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। উপস্থিত জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসার এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান মিয়া জানান, ডাকাতি হওয়ার এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বাড়ির মালিকের দাবি সংগোপনে গ্রিল ও তালা ভেঙ্গে টাকা ও স্বর্ণ নিয়ে গেছে। অন্যদিকে সম্প্রতিকালে উপজেলায় চুরি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়া বিষয়ে বলেন, আমাদের নলেজে থাকা সব ঘটনার মালামাল উদ্ধার করেছি। এ ব্যাপারে পুলিশ তৎপর আছে।

পিবিএ/আরিফ মোল্ল্যা/এসডি

আরও পড়ুন...