ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শনে ডিসি মোস্তফা কামাল

পিবিএ,সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নেবুবুনিয়ায় ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তিনি গাবুরা ইউনিয়নের নেবুবুনিয়ায় যান এবং স্থানীয়দের খোঁজখবর নেন।

এসময় জেলা প্রশাসক নেবুবুনিয়ার ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারে স্বেচ্ছাশ্রমে কাজে নামা এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উপকূলের মানুষের প্রাণ শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই দুর্যোগকালে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক মনে কাজ করে রিং বাঁধ মেরামত করতে হবে। এর কোন বিকল্প নেই।

জেলা প্রশাসক আগামী শুষ্ক মৌসুমে বাংলাদেশ সেনাবাহিনী টেকসই বাঁধ নির্মাণের কাজ করবে বলে স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শনকালে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, সাবেক চেয়ারম্যান শফিউল আযম লেলিন প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আশাশুনির শ্রীউলা ইউনিয়নের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে যান।
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের নেবুবুনিয়া অংশে ছয়টি পয়েন্টে ভেঙে যায়। এর মধ্যে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে ৫টি পয়েন্টে রিং বাধ দিতে সক্ষম হলেও একটি অংশে এখনো রিং বাঁধ দেওয়া সম্ভব হয়নি। সেখানে স্থানীয় শত শত মানুষ গত তিনদিন ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।গাবুরার নেবুবুনিয়ায় ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক মোস্তফা কামাল।

পিবিএ/এস,এম,হাবিবুল হাসান/এসডি

আরও পড়ুন...