বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

পিবিএ,শেরপুর(বগুড়া): বগুড়ার শেরপুরে বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মোকাব্বেল হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
২৫ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী কলোনী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক মোকাব্বেল হোসেন ওই গ্রামের কোরবানী আলীর ছেলে। দুর্ঘটনায় শামসুদ্দিন সেখ (৬০) নামের আরেক কৃষক আহত হন।

এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালের দিকে কৃষক মোকাব্বেল হোসেন তার বাড়ির পার্শ্বে বাঁশ কাটছিলেন। এসময় অসাবধানতাবশত কাটা বাঁশ বিদ্যুত লাইনের হাইভোল্টেজ তারের সাথে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান, হাসপাতালে আনার পুর্বেই মোকাব্বেল হোসেনের মৃত্যু হয়েছে। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শেরপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বিদ্যুতস্পর্শে নিহত হবার কথা শুনেছি। নিহতের স্বজনেরা লাশ বাড়ি নিয়ে গেছে

পিবিএ/আবু বকর সিদ্দিক/এসডি

আরও পড়ুন...