কাপাসিয়ায় করোনা আক্রান্ত ৩৪০ ও মৃত্যু ৭

সঞ্জীব কুমার দাস,কাপাসিয়া(গাজীপুর): গাজীপুরের কাপাসিয়ায়া উপজেলায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে আজ মঙ্গলবার নতুন করে আরো ৬ জন শনাক্ত ও একজন পল্লী চিকিৎসকের মৃত্যুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪০জন আর মৃতের সংখ্যা ৭ এ দাড়ালো। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করলেও স্বাস্থ বিধি মানছেনা বেশিরভাগ মানুষ ও দোকানপাটের ব্যাবসায়ীরা। ব্যক্তিগত সুরক্ষা ছাড়াই ঘুরে বেড়াচ্ছে ও ব্যবসা প্রতিষ্ঠান চললে লাগামহীন ভাবে। অপরদিকে সুস্থ হয়েছেন ৩০৫ জন, আজ একজনের মৃত্যুর পর করোনো সনাক্ত হয়েছিল তার।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা জানান, মানুষের স্বাস্থবিধি মানার ক্ষেত্রে আমরা আমাদের সাধ্য মতো চেষ্ঠা করছি। এখানে ৮ এপ্রিল থেকে এপর্যন্ত ৩৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের তিনজনকে কুর্মিটোলা ও মুগদা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অন্যদের কাপাসিয়াার আইসোলেশন সেন্টার সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ এবং রায়েদে পল্লী কমিউনিটি হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা করে ৩০৫ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আমাদের মাননীয় সংসদ সদস্য তাজউদ্দীন কন্যা জনাব সিমিন হোসেন রিমির সার্বিক সহযোগিতা ও পরামর্শে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনা রুগীদের দিন রাত সেবা দিয়ে যাচ্ছি। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানায়, আমরা স্বাস্থবিধি মানার জন্য মাইকিং করছি মানুষকে বুঝানোর চেষ্ঠা করছি কিন্তু শতভাগ পেরে উঠছিনা।

পিবিএ/এসডি

আরও পড়ুন...