গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা): ভোলার লালমোহনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহিতদের স্মরণ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ কৃষকলীগ লালমোহন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কৃষকলীগের উদ্যোগে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালমোহন উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ মোখরেছুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভোলা জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আল মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশে আগস্ট মাস আসলেই ঘাতক ও খুনিচক্ররা মাথাচাড়া দিয়ে উঠে। ৭৫ এর ১৫ আগস্ট জাতীর জনককে হত্যা করে ঘাতকরা মনে করেছিল এ দেশ থেকে আওয়ামীলীগ কে নিশ্চিন্ন করে দিয়েছে। কিন্তু জাতীর জনকের কন্যার হাত ধরে আওয়ামীলীগ পুনরায় যখন দেশ গড়ার কাজে হাত দিল তখন ঘাততরা আবার খুনের নেশায় মেতে উঠল। ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উেেদ্দশ্যে গ্রেনেড নিক্ষেপ করেছিল খুনিরা। কিন্তু আল্লাহর রহমতে শেখ হাসিনা প্রানে বেঁচে গেলেও আইভী রহমান সহ অনেকের প্রান কেড়ে নিল ঘাতকরা। আহত হল অনেক আওয়ামীলীগের নেতাকর্মীরা। আমরা নিহতদের স্মরন করছি, আত্নার মাগফেরাত কামনা করছি এবং যারা এই জগন্যতম ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এবং আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

বক্তব্য শেষে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওঃ শাহেআলম। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষকলীগ লালমোহন উপজেলা ও পৌর শাখার সদস্যরা অংশগ্রহণ করেন।

পিবিএ/এসডি

আরও পড়ুন...