পিবিএ,বোয়ালমারী: ঢাকার দোকাটি অ্যাপারেলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এ কে এম সানাউল হক স্বপন মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ এবং আমিন জুয়েলার্সের কর্নধার আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের জৈষ্ঠ্য জামাতা।
তার মৃত্যুতে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এড.সুবল সাহা, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, বোয়ালমারী প্রেসক্লাব, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন, বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের শিক্ষক কর্মচারী, সমাজিক সাংস্কৃতিক সংগঠন সহ আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
তিনি ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফরিদপুর জেলা ও বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পিবিএ/খান মোস্তাফিজুর রহমান সুমন/এসডি