মহিলা উন্নয়ন সমিতির উদ্দোগে করোনা স্বাস্থ্য উপকরণ বিতরণ

আবুবকর সিদ্দিক,জয়পুরহাট: জয়পুরহাটে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ময়না প্রতিবন্ধী মহিলা উন্নয়ন সমিতির উদ্দোগে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রম এবং করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শহরের তেঘর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক ছানোয়ার হোসেনের সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়।

বিশেষ অতিথির বক্তব্য দেন, পরিবার পরিকল্পনা বিভাগের সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. উম্মে কুলসুম, জয়পুরহাট লাইব্রেরি এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফে আকবর চৌধুরী রাজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রত্যাশা সংস্থার নির্বাহী পরিচালক ডা. নজরুল ইসলাম, অরবিট সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রাশেদ বিশ্বাস, ময়না প্রতিবন্ধী মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক লুৎফিয়ারা বেগম, শিক্ষার্থী লামিয়া প্রমূখ।

অনুুষ্ঠানে স্কুলের প্রায় দেড়শতাধিক নারী শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে মাক্স, সাবান, স্যানিটারি ন্যাপকিন, ভিটামিন সি, জিঙ্ক ট্যাবলেট বিতরণ করা হয়। প্রধান অতিথি করোন ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে অধিক যত্নবান হওয়া এবং স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রমে শিক্ষার্থীদেরকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান।

পিবিএ/এসডি

আরও পড়ুন...