পিবিএ,শেরপুর (বগুড়া): বগুড়া শেরপুর মুজিব বর্ষ উপলক্ষে জাতির পিতার স্মরণে ভূমি অফিসসমূহে বৃক্ষরোপণ করেন আজ সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পৌর ভূমি অফিস ও গাড়িদহ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ লিয়াকত আলী সেখ ।
পরিদর্শনকালে সহকারী কমিশনার ভূমি জনাব জামশেদ আলাম রানা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণসহ ইউনিয়ন ভূমি অফিস সমূহের স্টাফরা উপস্থিত ছিলো। এ সময় মুজিব বর্ষ উপলক্ষে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্মাণাধীন উপজেলা ভূমি অফিস চত্ত্বর, পৌর ভূমি অফিস চত্ত্বর, গাড়িদহ ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা করেন। এছাড়া তারা ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন করের দাবি নির্ধারণ কার্যক্রমসহ রিটার্ণ ৩ তৈরি কার্যক্রম মনিটরিং করেন এবং সার্বিক বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন। পর্যায়ক্রমে সকল ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে।
পিবিএ/আবু বকর সিদ্দিক/এসডি