নয়ন চক্রবর্তী,বান্দরবান: পার্বত্য নাগরিক পরিষদের জেলা কমিটি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে বাজারের জাফরান রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি কাজী মোঃ মজিবর রহমান, সহসভাপতি ক্যাপ্টেন (অব:) মুক্তিযোদ্ধা তারু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ নাছিরুল আলমসহ নব কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ১জন সভাপতি, ১জন সিনিয়র সহ সভাপতি, ৮জন সহ সভাপতি, ১জন সাধারণ সম্পাদক ও ১জন সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদকসহ ৩৩জনের নব কমিটি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আপনাদেরকে নিয়ে সংবাদ সন্মেলনের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলার “ জেলা কমিটি” ঘোষনা করা হচ্ছে। নাগরিক পরিষদের সকল নেতৃবৃন্দদের নিয়ে পার্বত্য অঞ্চলে বসবাসকারী সকল জনগষ্ঠীর কল্যাণে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে এবং যাবে। স্বাধীন মাতৃভুমির অখণ্ডতা রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল কর্মকাণ্ডকে রুখে স্বাধীন দেশে আরেকটি ‘স্বাধীন জুম্মল্যান্ড” নামক অপরাষ্ট্র প্রতিষ্ঠার পায়তারাকে প্রতিহত করাসহ স্বাধীন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকল জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার,ন্যায় বিচার প্রতিষ্ঠা, সমতার ভিত্তিতে শিক্ষা,ব্যাবসা,চাকুরি (কর্ম সংস্থান) সহ বসবাস ও উন্ননে সমতা প্রতিষ্ঠা করা এবং অবকাঠামোগত উন্নয়নের চাইতে সমতা ও সমুধিকাররের ভিত্তিতে মানব সম্পদের উন্নয়ন করা।সকল্কে নিয়েই সম্প্রতি ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রাকে সহযোগীতা করাই পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান পার্বত্য জেলার “জেলা কমিটি”র সকল নেতৃবৃন্দের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
পিবিএ/এসডি