বিরামপুরে দেশি মাছের বিপুল সরবরাহঃ দামেও সস্তা

মোঃ জাহিনুর ইসলাম,বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর উপজেলার হাট-বাজারে দেশি মাছের বিপুল সরবরাহ হচ্ছে। এই আমদানির ফলে অনেক সস্তা দামে বিক্রি হচ্ছে দেশি মাছ।
বিরামপুর মাছের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমান দেশি মাছের সরবরাহ।

এসব মাছ নিয়ে এসেছেন গ্রামের সাধারণ মানুষ। মাছ বিক্রেতারা জানান, এসময় বিরামপুর উপজেলার খাল, বিল, জলাশয়ে বিভিন্ন প্রজাতির অনেক মাছ পাওয়া যাচ্ছে। এছাড়া আমন রোপন শেষ হওয়ায় গ্রামের লোকজন প্রায় বেকার অবস্থায় অলস সময় পার করছেন। এই সময়কে কাজে লাগাতে তারা খাল, বিল জলাশলে মাছ শিকারে নেমে পড়েছেন।

নিজের চাহিদা মিটিয়ে বাড়তি মাছ বাজারে নিয়ে আসছেন। মাছের দাম কম হলেও অবসর সময়ে মাছ ধরার আনন্দ উপভোগ ও বাড়তি রোজগার করতে পেরে তারা অনেক খুশি। বাজারে এখন দেশি প্রজাতির সিং, মাগুর মাছ ২০০ থেকে ৩০০ টাকা, কৈ মাছ ১৫০ থেকে ২০০ টাকা, টেংরা ও শৌল মাছ ২৫০ থেকে ৩০০ টাকা, চিংড়ি ৩০০ টাকা, টাকি মাছ ৬০ টাকা এবং অন্যান্য ছোট মাছ ১০০ থেকে ১৫০ কেজি দরে বিক্রি হচ্ছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...