পিবিএ,ভালুকা(ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি বাসের চাপায় অজ্ঞাত এক মহিলার(৩০) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারী ডিগ্রি কলেজের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক মহিলা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী ইমাম পরিবহণের একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। ভালুকা থেকে
পিবিএ/আলী আকবর সাজু/এসডি