রহমত উল্যাহ, নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় জুয়ার আসর থেকে জুয়া খেলারতঃ অবস্থায় ৫ জুয়াডিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়ণপুরের মতিন হুজুরের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মনিরুজ্জামান নিজাম (৪০), ওমর ফারুক সুমন (৫০), আব্দুর রহিম (৫০), বেলায়েত হোসেন (৪৭) এবং মোঃ হোসেন (৬২)। এসময় জুয়ার আসর থেকে নগদ ২৫৫০ টাকা এবং তাস জব্দ করা হয়।
নোয়াখালী ডিবি পুলিশের ওসি মোঃ কামরুজ্জামান শিকদার আটকের কথা নিশ্চিত করে জানান, আটককৃতদের বুধবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পিবিএ/এসডি