শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মিশকাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার সিঙ্গিমারী গ্রামের ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মিশকাত ওই এলাকার সোলায়মান গনির পূত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খেলার সাথীদের সাথে খেলতে গিয়ে পুকুরে পরে যায় মিশকাত। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিবিএ/এসডি