শরিফুল ইসলাম পিবিএ,নড়াইল: ‘সমন্বিত শিক্ষা পরিকল্পনা, এজেন্ডা ২০৩০’ বিষয়ে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এ ভার্চুয়াল মিটিংয়ে নড়াইলসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার, স্কুল, কলেজের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী, যশোরের জেলা প্রশাসক তমিজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল আলম, বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, গণস্বাক্ষরতা অভিযানের উপ-পরিচালক এনামুল হক প্রমুখ।
এছাড়া নড়াইল, যশোর, খুলনা, বাগেরহাট, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন পেশার মানুষ আলোচনায় অংশ করে ‘সমন্বিত শিক্ষা পরিকল্পনা, এজেন্ডা ২০৩০’ বিষয়ে সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। # ছবি সংযুক্ত
পিবিএ/শরিফুল ইসলাম/এসডি