লালমনিরহাটে ইট তৈরির মেশিনে শ্রমিক নিহত

পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইট তৈরির হাওয়া মেশিনে জড়িয়ে হবিবর রহমান হোববর (৫০) শ্রমিক নিহত হয়। বুধবার রাতে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হবিবর রহমান হোববর উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যমকাদমা গ্রামের মৃত জয়নুল হকের ছেলে।

ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিন জানান, প্রতি দিনের ন্যায় বুধবার রাতে ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যম কাদমা এলাকার ইটভাটায় হাওয়া মেশিনে চাদর জড়িয়ে ঘটনা স্থালে হবিবর রহমান (হোববর) নিহত হন। ঘটনাটির পর আমরা স্থানীয় থানায় খবর দিয়েছি।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইটভাটার হাওয়া মেশিনে জড়িয়ে তিনি নিহত হয়েছেন । তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

পিবিএ/এএইচআর/এমএসএম

আরও পড়ুন...