পিবিএ,তাহিরপুর( সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চিপস ও সিংঙ্গারা খাইয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ অভিযোগে মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত জহিরুল মিয়া (৩৫) গেপ্তার করেছে।
জহিরুল উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় গ্রামের হাসেন আলী ছেলে। দুই ছেলে ও এক মেয়ের জনক জহিরুলের স্ত্রী প্রবাসী।
শিশুটির মা বাদী হয়ে ২৫ আগষ্ট রাতে তাহিরপুর থানায় মামলা দায়ের করার পর বুধবার অভিযান চালিয়ে পাশ্ববর্তি বিশ্বম্ভরপুর উপজেলার গামাই তলা থেকে জহিরুলকে আটক করেছে পুলিশ।
শিশুটির পরিবার ও তাহিরপুর থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, জহিরুলের বাড়ি শিশুটির বাড়ির পাশেই। গত ঈদের পূর্বে ঐ শিশুটিকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে চিপস ও সিংঙ্গারা খাইয়ে ধর্ষন করেন জহিরুল। সম্প্রতি শিশুটি তার শরীরে ব্যাথা অনুভব করলে খেলার সাথীদের জানায়। পরে গত ১৬ আগষ্ট শিশুটি মা ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এরপর এলাকায় গন্যমান্য ব্যক্তিদের জানালে একটি পক্ষ বিচার শালিশে সমাধানের জন্য চেষ্টা করে। এতে রাজি না হয়ে শিশুটির মা ২৫ আগষ্ট রাতে তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। এর পর বুধবার অভিযান চালিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার গামাই তলা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
তাহিরপুর থানা ওসি আতিকুর রহমান জানান, অভিযুক্ত জহিরুলকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
পিবিএ/কামাল হোসেন/এসডি