পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহে বাস ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ সকালে সদর উপজেলার বিষয়খালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহণের একটি বাস খুলনা যাচ্ছিল। পথিমথ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যমুনা গ্যাস কোম্পানী একটি ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকি ভর্তি করে।
পিবিএ/আরিফ মোল্ল্যা/এসডি