জয়পুরহাটে ২ জন অনলাইন ব্লাকমেইলার ও প্রতারক গ্রেফতার

আবুবকর সিদ্দিক,জয়পুরহাট: র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে ২৬ আগস্ট ২০২০ ইং তারিখ ২০:৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন জয়পুরহাট রেল স্টেশন রোড এলাকা হইতে (ক) মোবাইল সেট-০২ (দুই) টি, (খ) সীম কার্ড-০৪ (চার) টি অনলাইন ব্লাকমেইলার ও প্রতারক আসামী ১।

ইকবাল হোসেন @ রনি (২০), পিতা মোঃ আজাদ হোসেন, সাং-ইকড়গাড়া, থানা-ক্ষেতলাল, ২। মোঃ আতিকুর রহমান @ রাহি (১৯), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং-আরামনগর (কবিরাজপাড়া), থানা-জয়পুরহাট সদর, উভয় জেলা-জয়পুরহাটদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ২৬ আগস্ট ২০২০ ইং তারিখ ১০:০০ ঘটিকায় জনৈক অভিযোগকারী র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ দায়ের করেন যে, ধৃত আসামী ১।

ইকবাল হোসেন @ রনি (২০), পিতা মোঃ আজাদ হোসেন, সাং-ইকড়গাড়া, থানা-ক্ষেতলাল, ২। মোঃ আতিকুর রহমান @ রাহি (১৯), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং-আরামনগর (কবিরাজপাড়া), থানা-জয়পুরহাট সদর, উভয় জেলা-জয়পুরহাটদ্বয় তাদের বন্ধুদের সাথে ফেসবুক গ্রুপের মাধ্যমে বাদীনি ও তার প্রাক্তন স্বামীর অন্তরঙ্গ মহুর্তের দুইটি ছবি পোস্ট করে এবং তার কিছু টিকটক ভিডিও এডিটিং এর মাধ্যমে কুরুচিপূর্ণভাবে ফেসবুকে প্রকাশের মাধ্যমে বাদীনিকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান, অর্থ আদায় এবং অনৈতিক কাজের প্রস্তাব দেয়।

এর প্রেক্ষিতে উক্ত ব্লাকমেইলার ও প্রতারক আসামীদ্বয়কে উপর্যুক্ত আলামতসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামীদ্বয় তাদের কিছু উঠতি বয়সের তরুণ-তরুণীদের সংশ্লিষ্টতায় বিভিন্ন ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে এবং নিজস্ব ইউটিউব চ্যানেলে অশ্লীলতা ও নগ্নতা চর্চা করে বিভিন্ন সময় একাধিক তরুণীকে ব্লাকমেইলের কথা স্বীকার করে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...