রায়পুরা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন

অজয় সাহা, রায়পুরা (নরসিংদী): ২৭ আগস্ট বিদ্যুৎ বিভাগের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ২ টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ১১ টি গ্রিড উপকেন্দ্র, ৬ টি সঞ্চালন লাইন এবং নরসিংদী জেলার রায়পুরাসহ ৩১ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মহোদয়।
উক্ত ভিডিও কনফারেন্সে নরসিংদী জেলা প্রান্ত থেকে নেতৃত্ব দেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, রায়পুরা উপজেলা চেয়ারম্যান আবদুস সাদেক, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার
মোঃ ইউসুফ, ডিজিএম মোঃ মাহফুজুর রহমান, রায়পুরার ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান।

উক্ত কার্যক্রম উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষে দেশের সকল প্রান্তে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করেন এবং বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার জন্য ব্যবহারকারীদের প্রতি আহবান জানান। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধন কার্যক্রম সমাপনান্তে, রায়পুরা উপজেলার শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে সম্পূর্ণ নরসিংদী জেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসায় মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় সংশ্লিষ্ট সকলকে আনন্দনন্দিত অভিনন্দন জানান।

পিবিএ/এসডি

আরও পড়ুন...