পিবিএ,আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘির সান্তাহারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও দই-মিষ্টি তৈরী করায় দুই হোটেলের ১৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সান্তাহার স্টেশন রোড এলাকায় বিসমিল্লাহ ও স্টার হোটেল মালিকের জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যলয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়।
দেবাশীষ রায় জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও দই-মিষ্টি তৈরী করায় সতর্কমূলক বিসমিল্লাহ হোটেলের ১৫হাজার ও স্টার হোটেলের ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পিবিএ/সাইফ হাসান খান সৈকত/এসডি