মতলব উত্তর ফরাজীকান্দিতে মাদক বিরোধী আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরের ফরাজীকান্দিতে শাখারী পাড়া যুব কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট শুক্রবার বিকেলে শাখারী পাড়া খেলার মাঠে অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. আহসান হাবীব।
প্রধান অতিথি বলেন, মাদকদ্রব্যে একটি সামাজিক ব্যাধি।

একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্তাই যথেষ্ট। ইয়াবা মাদক সেবন থেকে বিরত থাকতে হবে এ সমস্যা সমাধান করতে পারলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনসহ সকল অপরাধ প্রতিরোধ করা সম্ভব। আমাদের সমাজের বড় ও প্রধান সমস্যা। এ সমস্যা সমাধান থেকে মুক্ত হতে আমাদের সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, পুলিশ বাহিনী নিষ্ঠার সঙ্গে কাজ করছে বলেই সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ দমন সম্ভব হয়েছে। জঙ্গি ও মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে। দেশ এগিয়ে যাচ্ছে। আমরা দেশের এই অগ্রগতি ধরে রাখতে চাই।

বাল্যবিয়ে, ইভটিজিং ও সামাজিক অপরাধ দূরীকরণে কমিউনিটি পুলিশিং শক্ত ভূমিকা রাখছে। এ কার্যক্রম অব্যাহত থাকার কারণে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধ করতে পুলিশের কাজ অনেক সহজ হয়েছে।
আহসান হাবীব আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদ ও মাদককের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা করেছেন সেই নির্দেশ বাস্তবায়নে সরকারের অধীনে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদককে না বলি, মাদক ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি” মাদকের কুফল সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন।

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে তুলে ধরেন। এ ছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রকৃতপক্ষে কাজ করার আহবান জানানো হয়। অনুষ্ঠানে আজ থেকে মাদককে না বলা এবং নিজে ও নিজের পরিবারকে মাদক থেকে বিরত রাখার শপথ নেন সবাই। এ ছাড়া সমাজের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ারও প্রতিশ্রুতি নেওয়া হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ।
সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান।

ফরাজীকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও শাখারী পাড়া কল্যাণ পরিষদের সভাপতি হাজী আব্দুর রহিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. রেজাউল করিম, জেলা যুবলীগের সাবেক সদস্য গাজী সাখাওয়াত হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আ. রব প্রধান, সমাজসেবক আ. গনি তপাদার, ফরাজীকান্দি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নাসির উদ্দিন শাহ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম দেওয়ান, ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, আবুল খায়ের মাস্টার, শাখারী পাড়া কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বশির, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নিয়াজ মোর্শেদ ছোটন প্রমুখ।

পিবিএ/এসডি

আরও পড়ুন...