বেগমগঞ্জে সড়কে ল্যাম্পপোষ্ট স্থাপন কর্মসূচীর উদ্বোধন

ইয়াকুব নবী ইমন,বেগমগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে সড়কে ল্যাম্পপোষ্ট স্থাপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে কৃত্তনীয়ার হাট কুতুবপুর বাজারে এই কর্মসূচীর উদ্বোধন করেন দৈনিক জাতীয় নিশান সম্পাদক ও বাংলাটিভির নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমন। হাফেজ জাফর উল্যাহ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হিরন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মোহরম হোসেন মোহন ও ব্যবসায়ী ইউছুফ নবী ইবন সহ অনেকে। রাতের বেলায় পথচারীদের চলাচলের সুবিধা ও সামাজিক অপরাধ রোধে এই সড়ক বাতি ভুমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন স্থানে এই ল্যাম্পপোষ্ট স্থাপন করা হয়ে জানায় উদ্যোক্তরা।

পিবিএ/এসডি

আরও পড়ুন...