‘সামাজিক কাজে পরামর্শ দেন মেয়র কামরুল’

খন্দকার শাহিন,নরসিংদী: জনপ্রিয় সংগঠন ‘সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাব’ নরসিংদীর ব্যতিক্রম উদ্যোগের কাজ গুলো দৃষ্টান্ত স্থাপণ করেছেন। বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংগঠনটির উদ্যোগে একাধিক কর্মসূচি পালন করে এ দৃষ্টান্ত স্থাপণ করেন। সংগঠনটির প্রধান উপদেষ্টা মানবিক মেয়র কামরুজ্জামান কামরুল এর পরামর্শে সামাজিক কাজ গুলো সফল হয়েছে বলে জানান ক্লাবের সভাপতি মিঠুন সাহা।

তিনি আরও জানান বর্ষা শেষে মশা ও চিরচেনা রোগ ডেঙ্গু, এডিস মশার উপদ্রব বেড়ে যাওয়ায় গত ২৭ ও ২৮ আগস্ট রাতে ক্লাবের সন্মানীত এডমিন ও রঞ্জিত কুমার সাহা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক সনেট কুমার সাহা (আকাশ) এর সার্বিক সহযোগিতায় পৌর শহরে অসহায় গৃহহীন, ফুটপাত স্টেশনে রাত্রি যাপন করা মানুষের মাঝে ১৫০টি মশারি বিতরণ করা হয়। অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সংগঠনটির মানবিক কাজ অব্যাহত থাকবে। সেই সাথে ক্লাবের পক্ষ থেকে সবাইকে করোনার বিষয়ে সচেতন থাকার জন্য আহ্বায়ন জানানো হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হোসাইন লিটন, গ্রুপের অন্যতম সদস্য, নরসিংদী শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগ নেতা জিকু শাহা,সহ-সভাপতি কিশোর শীল, যুগ্ম-সাধারণ সম্পাদক অমিত হাসান ও রাজিব আহমেদ,কোষাধ্যক্ষ টুটুল দাস, সাংগঠনিক সম্পাদক প্রনয় সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক অসীম সাহা, সানী দাস হিমাদ্র,জুয়েল আহমেদ,তথ্য গবেষণা সহ সম্পাদক রিপন মিয়া, কার্যকরী সদস্য পাপ্পু সাহা ও গ্রুপের এডডমন ও মডারেটরেরা রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজগুলোতে অংশ নেন।

সভাপতি মিঠুন সাহা আরও জানান, আমাদের মশারি বিতরণ কর্মসূচী সাধ্য অনুসারে চলমান থাকবে, মূলত আমরা সেভ লাইফ ব্লাড ডোনার ক্লাব নরসিংদী, রক্তদানেই প্রধান কাজ, তার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি, আর সে ক্ষেত্রে বিশেষ ভাবে সহযোগিতা করে আমাদের এডমিন প্যানেলের সম্মানিত এডমিনগন, যেমন এই মশারি বিতরণ এর সার্বিক সহযোগিতা করেছে রণজিৎ সাহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, আমাদের গ্রুপের সন্মানীত এডমিন, সনেট কুমার সাহা (আকাশ),এর পূর্বের ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় ছিলেন নরসিংদী শহর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু শ্যামল কুমার শাহা। একই সাথে সংগঠনটির প্রধান উপদেষ্টা মানবিক পৌর মেয়র কামরুজ্জামান কামরুল এর নির্দেশনা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের কর্মীরা।

পিবিএ/এসডি

আরও পড়ুন...