পিবিএ,তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা সীমান্তে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ভারতীয় মদ এবং প্লাটিনা মোটর সাইকেলসহ ৩ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানাযায়, সুনামগঞ্জ -২৮
ব্যাটালিয়নের মাটিরাবন বিওপি’র হাবিলদার মোঃ গোলাম মোস্তফা এর নেতৃত্বে একটি নিয়মিত টহল দল আজ ২৯ আগস্ট শনিবার দুপুর ১টার সময় সীমান্ত পিলার ১১৯০/৯-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মপাশা উপজেলার ১নং উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের বাকাতলা মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ, ০১টি প্লাটিনা মোটর সাইকেল এবং নগদ ১,০০০/- (৫০০ টাকার নোট ২টি) টাকাসহ ৩ জনকে আটক করেছে।
আটককৃতরা হল, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মোঃ জোনায়েদ হাসান (১৯), মৃত লাল মিয়ার ছেলে মোঃ আলী আকবর (১৯) ও মোঃ হোসেন আলী মোঃ শাহাদাৎ হোসেন (১৯)। আটককৃত মালামালের সিজার মূল্য ১,৩৯,০০০/- টাকা।
সুনামগঞ্জ -২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন,
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পিবিএ/কামাল হোসেনব/এসডি