ধামইরহাটে বাল্যবিবাহ দিতে গিয়ে কনের বাবার কারাদণ্ড

পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে এক কন্যা সন্তান কে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে পিতা ও ফুফুকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ শ্যামপুর গ্রামের শহীদুল ইসলামের জনৈক কন্যা (১৫) কে পাশ্ববর্তী পত্নীতলা উপজেলার এক যুবকের সঙ্গে জোর করে গত বৃহস্পতিবার রাতে মৌলবী ডেকে বাল্য বিবাহ দেয় মেয়েটি এ বিয়ে মেনে নিতে না পেয়ে এক মাধমে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় কে বিষয়টি জানায়। তাৎক্ষনিক গত শুক্রবার সন্ধ্যার আগে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় ও ধামইরহাট থানার ওসি মো.আব্দুল মমিন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই বাড়ীতে উপস্থিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের ভ্রাম্যমাণ আদালতে অপ্রাপ্ত কন্যা
সন্তানকে বিয়ে দেওয়ার অপরাধে ওই মেয়ের বাবা শহীদুল ইসলাম কে ৬ মাসের বিনাশ্রম
কারাদন্ড এবং বিয়ে কাজে সহযোগিতার কারণে মেয়ের ফুফু নাছিমা বেগম কে দুই হাজার
টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

পিবিএ/এসডি

আরও পড়ুন...