নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে আরও একটি বিটপুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার আহসানগঞ্জ ইউপি কার্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জবারাণী ঘোষ, তারেক মোহাম্মদ মাহবুবুল আলম, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ। এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাস ও বাল্যবিয়েসহ সকল প্রকার অপরাধ প্রবণতা কমিয়ে আনতে পুলিশের তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক বিটপুলিশিং কার্যক্রমে শুরু করা হয়।
পিবিএ/এসডি